সূরা হাশরের শেষ তিন আয়াতের গুরুত্ব ও ফজিলত (হাদিসের আলোকে)
(সূরা হাশর ৫৯:২২-২৪)
☑ আয়াতগুলোর গুরুত্ব
✅ এই আয়াতগুলোতে আল্লাহর গুণাবলির বিস্তারিত বর্ণনা রয়েছে।
✅ এতে আসমাউল হুসনা (আল্লাহর ৯৯টি সুন্দর নামের) উল্লেখ রয়েছে।
✅ এটি পড়লে আল্লাহর রহমত ও নিরাপত্তা লাভ করা যায়।
✅ ঘুমানোর আগে পড়লে ফেরেশতারা রক্ষা করেন।
☑ হাদিসের আলোকে ফজিলত
১️⃣ সকালে ও সন্ধ্যায় ৩ বার পড়লে আল্লাহর রহমত নেমে আসে
🔹 রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন:
“যে ব্যক্তি সকাল-বিকালে সূরা হাশরের শেষ তিন আয়াত তিনবার পাঠ করবে, ৭০ হাজার ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করবে, আর সে মারা গেলে শহীদের মৃত্যু লাভ করবে।”
(মুসনাদ আহমদ: ২২৮৮৫, তিরমিজি: ২৯২২)
২️⃣ বিপদ থেকে রক্ষা পাবে
🔹 আলেমগণ বলেন,
“যে ব্যক্তি এই আয়াতগুলো নিয়মিত পাঠ করবে, সে যেকোনো বিপদ ও শত্রুর অনিষ্ট থেকে নিরাপদ থাকবে।”
(তাফসির ইবনে কাসির)
✅ উপসংহার
সূরা হাশরের শেষ তিন আয়াত পড়লে আল্লাহর রহমত, নিরাপত্তা ও জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। তাই প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এটি ৩ বার পড়ার অভ্যাস গড়ে তুলুন।
📥 ডাউনলোড করুন, পড়ুন ও আমল করুন! 🔰✨




Reviews
There are no reviews yet.